পুড়ে পুড়ে কলিজাটাকে
করতে চাই একেবারে খাটি,
পুড়ে পুড়ে মনটাকে ইট করব
যেটা আগে ছিল নরম মাটি।
নিকোটিনের এক আজব খেলায়
পোড়চ্ছি অবিরত নিজেই নিজেকে,
যত পুড়ি ভালই লাগে
দেয়না বাধা বিবেকে।
একেবারে পুড়ে পারবনা হতে
উড়ে যাওয়া কাঠখড়ের ছাই,
প্রতিদিনই তাই অল্প অল্প করে
মৃত্যূর দিকে আমি হাত বাড়াই।
ভেতরটা পুড়ে পুড়ে অশ্রুতেও আগুনের পরশ
কষ্টের প্রখন্ড উত্তাপ দহনে,
পুড়তে পুড়তে ভালই লাগে
অসহ্য হয়না হতভাগার পোড়ামনে।
কলিজা পোড়ার গন্ধ আসে
আমার এই কয়লা হওয়া দেহথেকে,
তবুও পারছিনা করতে আলাদা
নিকোটিনের আগুন থেকে নিজেকে।
পুড়তে পুড়তে একদিন হয়ে যাব আমি
না জ্বলা কয়লা,
মানুষ আমায় ফেলে দিবে
ভেবে ডাষ্টবিনের ময়লা।