★বাবা★
আজ আবারো ঈদ


কেনো আজি এই খুশির দিনে, শূণ্য আমার বুক?
কেনো আজি এই দিনেতেই, গোমরা আমার মুখ?


এই দিনতো বাবা সবার খুশির, আমার কেনো নয়?
যতগুলো ঈদ চলে যায় বাবা, ক্ষত গুলো পেতে হয়?


এই দিনেতেই কেনো বাবা, আমার ফেলতে হয় চোখের জল?
এই দিনেতেই বাবা আমার, থেমে যায় কোলাহল।


হতো যদি যাবজ্জীবন, তবু একদিন ফিরে আসতে। এই দিনটা ছেলে বলে ডেকে, আমায় ভালবাসতে।


বুকের মাঝে বাবা কেমন করে, পারেনা তো কেউ বুঝতে,
নেই তুমি তবু তোমায় এমন, বারে বারে চায় খুঁজতে।

ভাল থাকতে পারিনা বাবা, হয়ে যাই শোকে কাতর, যে দিন সবাই মুখরিত থাকে, সে দিন আমি পাথর।


মনে পরেনা বাবা বলে ডাক, দিয়েছি কিনা মুখে, মনে আজ শুধু এতটুকু, বেঁচেও মরি ধুঁকে ধুঁকে।


কতটুকু বাবা ব্যাথিত হলে, সুখ লাগে তবু মিছে?  সুখ নিয়ে তুমি চলে গেছো বাবা  পরে আছি আমি পিছে।


সামলে রাখতে পারিনা, এই বুকের উৎপাত, সব কিছু যেনো খুলে খুলে পরে, আমি হয়ে যাই উন্মাদ।


সবাই যখন বাবা বলে ডাকে, থাকি শুধু চেয়ে, ওরা সবাই খুশি আছে বাবা, তোমার মত বাবা পেয়ে।