😭মাগো তোমার কথা খুব মনে পরে😭


মাগো তোমার কথা খুব মনে পরে বার বার,
দেখতে ইচ্ছা করে তোমার মুখটি |
গাছের পাতার ঝিরিঝিরি বাতাসে সূর্য উঠার কালে তোমার মুখটি জেগে উঠে মা, আমার মনের গভীরে|
হলুদ রোদের আলোকিত মুহূর্তে চন্দালোকিত কোনো প্রহরে কিংবা ঝি ঝি পোকার সুরেলা গানে তোমাকে আমি খুঁজে পাই মা, বুকের গভীর নিঃশ্বাসে|


লম্বা ঝুল বারান্দার পর্চ্চিম কোনটাতে কবুতর পরিবারের কাঠের ঘরের নিচে তোমার শেষ সময়ের সাথী হুইল চেয়ারে  তুমি যেন হটাৎ এসে বসো মা| ক্ষীণ গলায় ডেকে বলো একটু পানি দে|


পানির গ্লাস হাতে দৌড়ে বারান্দায় যাই আমি কিন্তু কোথাও তুমি নেই| সব ফাঁকা!
চারপাশের শূন্যতা থাকে ভেসে আসে হৃদয় ভাঙা কান্নার আওয়াজ|
তবু আমি চিৎকার করে কাঁদি না মা, অপেক্ষায় থাকি শুধু আবার কবে আসবে তুমি?


জানো মা., তোমার জন্য আমার এই অপেক্ষার প্রহরগুলোতে  তোমাকে আমি দেখতে পাইনা ঠিকই কিন্তু তোমার শরীরের গন্ধ আমার চারপাশটাকে আচ্ছন্ন করে রাখে| মাগো,
তোমায় খুঁজতে খুঁজতে আমি হারিয়ে যাই  পাতা ঝরার খেলায় বহুদূর থেকে ছুটে আসা বাতাসের শন শন শব্দে বাঁশঝাড়ে,
শৈশবের খেলা ঘরে সবখানে তুমি জরিয়ে আছো আমার সাথে|
কি করে তোমায় ভুলি মা!