আকাশ জুড়ে মেঘের রাজ্য
ইচ্ছা মত বেড়ায়-
স্তরবিহীন নীল আকাশকে
থরে থরে সাজায়।


কোথাও দেখতে ধূসর পাহাড়
কোথাও তুলা ভাঁসে-
বৈকাল বেলা সূর্যের আলোয়
সোনার মত জ্বলে।


নায়ক মেঘের উদার মনে
অনেক দয়া মায়া-
চৈত্র মাসে কৃষকের মাথায়
মূহুর্তেই দেয় ছাঁয়া।


বৈশাখ পড়লেই মেঘলা রাণী
মেঘের কথা ভাবে-
গুড় গুড়ি ডাক বিজলির আলোয়
হুংকার দিয়ে আসে।


বছর পরে দেখা হইবে
মেঘলা রাণীর সঙ্গে-
এই ভাবিয়া নায়ক মেঘ
রাজ্য সাজায় রঙ্গে।


মেঘের জন্য মেঘলা রাণীর
সয়না ক্ষনিক তর-
উপহার হিসাবে নিয়ে আসে
কালবৈশাখী ঝড়।


অনেক দুঃখ ওদের মনে
নিয়তি রাখেনা সাথে-
বছর পরে তাদের মিলন
বর্ষার কয়েক মাসে।


বর্ষার আকাশ দেখতে মেঘলা
মাঝে সাদা মেঘ-
মেঘ মেঘলার লুকাচুরি খেলা
এটাই প্রেমের রেশ।


বর্ষা কালে মেঘ মেঘলার
প্রেমের মৌসুম আসে-
তাদের প্রেমের জোগান দিতেই
নদীতে পানি ভাসে।


ঝরঝড়িয়ে পড়ছে পানি
করছো রঙ্গ নীলা-
আর কত দিন চলবে তোদের
এমন প্রেমের খেলা?


মেঘ মেঘলার মিলন মেলা
বর্ষার অঙ্গিকার-
বর্ষা ঋতুতে ওদের খেলা
থাকবে জীবন ভর।


ওদের প্রেমে ভরে নদী
মাঠের ফসল খায়-
বন্যায় দেশ অচল করে
আপন দেশে যায়।