কসাই রোজ পশু জবাই করে মনুষ্য পশুর তরে
মাংস খেয়ে সেই মানুষই সেই পশুটায় চরে
খুনো-খুনিতে রক্তে লাল, মানুষ পশুর স্তরে
সেই মানুষ, মানুষ মারে পশুর মত জবাই করে।
কালের স্রোতের দোহাই দেয় নিজ ধর্মটাকে
ধর্মে কেন দোষ দিচ্ছ? তোমার পাপী মূখে,
যে তোমার জ্যোতি ছড়ালে থেকে ধর্মের আড়ালে
সে তোমাকে শিক্ষা দেবে তুমি তাহার ছেলে
যে মুখেতে বাপ ডাকিলে, সেই মূখেতে পাপ
আজও তোমার মুক্তি মিলিবে, যদি কর অনুতাপ।


আজ মানুষে, মানুষ মেরে হচ্ছে বড় লোক
গরীব যারা মরছে পড়ে, নিয়ে মহাশোক
যে পয়সা দুটো কামাই করে রক্ত ঝরা ঘামে
পান্তা পোড়া খেয়ে কাটে দিন ক্রমে, ক্রমে
অপুষ্টিতে ভোগে যখন ঢলে পড়ে রোগে
ডাক্তার বাবু থাকায় না তো চেয়ে, আগে
কোটি টাকার দুলালীর স্বাস্থ্য নিয়ে ভাবে
এদিকে মরছে ধুঁকে ধুঁকে গরীবের বাচ্চা সবে!
হে ভগবান! এ কেমন তোমার খেলা
আজ তুমি সব ভেঙ্গে দাও ঐ পশুদের মেলা।
কাল প্রভাতে শুনিতে পাব সুশাসনের ডাক
এই আশাতেই বেঁচে আছি আমরা গরীবের জাত!


আজ দেখছি ডাক্তার আর কসাইয়ে নেই কোন তফাৎ
কিন্তু কসাইয়ের কপালে মিলে না তো এক-মুঠো ডাল-ভাত॥
(তারিখ-২৯/১২/২০০৯
থানচি, বান্দরবান)