আমি এই পৃথিবীর এক ক্ষুধার্ত মানব শিশু
চাই না পারমানবিক অস্ত্রের মহড়া
চাই না রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত
চাই না পথে পথে উন্নয়নের উৎপাত।
আমি এই পৃথিবীর এক বঞ্চিত মানব শিশু
চাই দু বেলা পেট পুরে খেতে, দুটো ভাত
খোদার কসম না হয় এ পৃথিবীতে
ক্ষুধার্ত শিশুদের আক্রমণ হবে নির্ঘাত।
শতটাকা আয়ের খরচ শতটাকাই বাজারে
গর্ভের নব শিশু কেঁদে ফেরে সজোরে
কী হবে রেল দিয়ে যদি না জোটে ভাত
বেড়ে যাবে এ ধরায় নগ্নদের উৎপাত।
আমি নির্যাতিত, নিপিড়ীত, নিষ্পেষিত
আমি কষ্ট পেয়েছি, আমি কেঁদেছি,
আমার বুক ভেঙেছে,
আমার স্বপ্ন ভেঙেছে
আমার দুঃখ আকাশ ছুঁয়ে যাবে।
তারপর, এই বড়ো বড়ো ইমারত
ভেঙে পড়বে নিঃসন্দেহে।
আমার চোখের জল,
রক্ত হয়ে ভিজিয়ে দেবে পৃথিবীর চৌদিকে
দলে দলে বেড়িয়ে পড়ব সবাই
আমি ক্ষুধার্ত, আমি খাদ্য চাই,
আমি বঞ্চিত, আমি সুুযোগ চাই,
চাই বাঁচার জন্যে মাথা গোঁজার আশ্রয়
না হয় কোনো একদিন
তোমাদের হতে হবে নিরাশ্রয়।