আমি কবি, লোকে তাই বলে
কবিতা লিখি নিরন্তর
এখন কবিতারা তেমন
উঁকি মারে না আর
আমি হেরে যাচ্ছি বারবার
জীবনের কাছে পরাজিত হই বারংবার
তখন ভাল লাগে না আর
গনগনে সূর্য তাপ দেয়
তাপ আসে দারিদ্র্যতার চুপ করে
ভাই - বোন খোঁজ রাখে না আর
সার্টিফিকেট আছে যার
নেই প্রয়োজন খোঁজ রাখা তার
আমি নিজের মাঝে নিজেকে লুকিয়ে থাকি
দূর আকাশে রোজ দৃষ্টি রাখি
আকাশের উদারতা কমে গেছে
কমে গেছে মানবতা মানুষের
কমে গেছে কোলাহল সততার
কমে যাচ্ছে আমার কবিতা
ব্যস্ত শহরে তবুও অনাকাঙ্ক্ষিত সুখের
আড়ালে ঢেকে যায় সব
আমি কাঁদি নিরবে নিরন্তর
কী হবে আমার কবিতার!