পৃথিবীর কোনো কিছুর প্রতি
আমার বিন্দু পরিমাণ মোহ নেই।
আছে দু্বেলা খেয়ে-পরে
বেঁচে থাকার অধিকার।
একটা ইচ্ছে ইদানিং মাথায় ঘুরছে
সার্টিফিকেটগুলো পুড়িয়ে ছাই
বানিয়ে দাঁত মাজবার।
কলার পাতাও আজকাল
দাম দিয়ে কিনতে হয়।
সার্টিফিকেট কেউ কেনে না।
কলার পাতায় সিন্নি খাওয়া যায়
মরা মাছ রাধতেও জুরি নেই।
সার্টিফিকেটের কাগজে তাও হয় না।
বর্তমানে ছাগলের বাজারদরও অনেক ভালো
এম. এ. পাশ বেকার থেকে
২০০৩, আমি নবম শ্রেণির ছাত্র ছিলাম
২০১৬ এম. এ. পাশ করলাম।
এতদিনে আমার বাবা-মা
একটা ছাগল বর্গা লালন পালন করলেও
আমার থেকে বেশি আয় হতো।
২০১৬-২০২১ কিন্ডারগার্টেনের মাস্টারি
এখানে বেতন ১৫০০৳ থেকে শুরু
মুলামুলি চলে হরদম!
আমাদের শিক্ষিত বেকারদের নিয়ে
এমন মজা লয় দেশ জুড়ে,
টাকাওয়ালা স্কুল মালিকেরা
হাস্যকর হলেও সত্য ৫৬০০৳ বেতনে
আপনি কীভাবে থাকবেন
এই দম আটকানো শহরে
যেখানে এক লিটার সয়াবিন
১৮০ টাকায় কিনতে হয়।
খোদার কসম করে বলছি
তাঁর কোরআনের কসম
পাঁচ বছরের চাকরি জীবনে
গরুর গোস্ত কিনে খেতে পারি নি।
অনেকে বলবেন, ঘরের কথা বাইরে কেনো
আহা! তবেরে ইতিহাস জানবেন কেমনে!