আমি নিরব থাকি তাই
লোকে বলে, অবুঝ সর্বদাই
যদি কখনো উচ্চস্বরে কই
তবে আমি বেয়াদব হই।
সত্য বচনের মূল্য এখন জিরো
এখন সমাজে মিথ্যাবাদীরা হিরো
কারও কারও আজকাল
সত্যবাদী দেখেই গাত্র দাহ করে
মিথ্যুকেরা চোখ টাটিয়ে মরে।
গুণীজনে সমাজে জখম হয়
কুলাঙ্গারের চারিদিকেই জয়
অর্থ যেথায় প্রধান হাতিয়ার
সততার নেইকো আশা আর।
গোল দুনিয়ার গোলক ধাঁধাঁয়
চক্করে অল্প আয়ের লোক
পাড়ায় পাড়ায় বদমাশেরা
দেখায় শকুনির চোখ।
এই দেশে আজ নিরব লোকের
বেঁচে থাকাই দায়
সব শিয়ালের আক্রমণে
প্রাণ ওষ্ঠাগত প্রায়।
গগণ মাঝে ফুৎকারি আজও
মেঘ কিশোরের দল
রাতের জমিনে স্বপ্ন বিলায়
সৃষ্টি হলো সবুজ ফল।