এ শহরে রোজ
হাজার হাজার মন খাবার ফেলা হয়
উচ্চাভিলাষীদের উচ্ছিষ্টে আজ
ডাস্টবিন তাই উপচে পড়ছে
আর পৃথিবীতে হাজার হাজার টন
খাবার হয় নষ্ট!
পরিবেশ তাই দুর্গন্ধে জর্জরিত
এখন কুকুরের প্রজননের ঋতু চলছে
একটা মা কুকুরের সাত-আটটে বাচ্চা
জন্মেছে রাস্তার ধারে, মাঠের কিনারে
ঝোপেঝাড়ে তার বাস!
কেউকি উপলব্ধি করেছে কখনও ভুলে
পেটের দরিয়ায় তুফান উঠেছে ফুলে
আটটে বাচ্চার খাবার জোগাড় করতে
তাকে কত কষ্ট করতে হয়?
খাবার না পেলে দুধের বাচ্চা বাঁচবে কী করে!
এ শহরে কুকুরদের খাবারের বদলে
মার দেওয়া হয়
প্রশ্ন ছুড়লাম, কুকুর কী কোনো জীব নয়!
তাকেও তো আল্লাহই সৃষ্টি করেছে।
কেন তবে সে অবহেলিত জীব?
মানুষ ও কুকুর, একই খোদার সৃষ্টি
তবে কেনো এ পৃথিবীতে হাজার হাজার
কুকুরেরা ধুঁকে ধুঁকে না খেয়ে মরবে
রাস্তার ধারে, অথবা শহরে
পঁচা খাবারের ডাস্টবিনের ধারে।
করুক না তারা আন্দোলন
থেমে কেন, যদি রাস্তায় নামে
তবে আর বাঁচতে হবে না
কঠিন কঠোর উদর শূন্য ঘামে
লিখে যাবে রঙিন ঘামে
তাদের অন্নের অধিকার।
আর হবে না গোপনে আর্তচিৎকার!
গড়ে তুলবে সুখের সংসার।
রাস্তার কুকুরকে মারার আগে
মনের কুকুরকে মারা চাই সকলের
তবে নিজেকে আর
কুকুর নয় মনে হবে না মানুষ একবার।