ইমো চালাতে অ্যকাউন্ট
ফেসবুক চালাতে অ্যাকাউন্ট
লাইট জ্বালাতে অ্যাকাউন্ট
ইউটিউব চালাতে অ্যাকাউন্ট
মাইক্রোসফটেও লাগে অ্যাকাউন্ট
নোটপ্যাড খুলতে অ্যাকাউন্ট
ভাইবার, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম,
লিঙ্কডইন, ট্যাঙ্গো, টুইটার,
কম্পিউটার চালাতে অ্যাকাউন্ট
বিকাশ, নগদ, রকেট,
সকল ব্যাংকে অ্যাকাউন্ট
স্বর্গে যেতেও অ্যাকাউন্ট লাগবে
সে ভাবনা আমাদের কবে জাগবে?
Wifi চালাতে সিকিউরিটি
বিকাশ, নগদ, রকেট, পি.সি.
সামাজিক মাধ্যমেও সিকিউরিটি
এটিএম বুথে সিকিউরিটি
পাপ থেকে বাঁচতে
প্রাণ খুলে হাসতে
সিকিউরিটি দেবে কে?
আজও কী জন্মেছে!
মোবাইল তো এক আজব যন্ত্র
বলার ভাষা নাই।
সবকিছুই পাল্টে দিলো
সময় করলো ছাই।
আরও কত আছে
লাইকি, বিগো, টিকটক
চলছে কী সমাজ ঠিকঠাক!
খবর রাখবে কে?
আজও কী জন্মেছে!
কাঁচা বাজারে নেই সিকিউরিটি
মাছ, চাল, ডাল, সবজি
খাবো কী বাপজি
দুনিয়া জোড়া সিন্ডিকেট
কারও ভরেনা পেট।
দিনমজুর কমে আয়
আমার হয়েছে দায়
নিতে হবে বিদায়
জীবনের মঞ্চ থেকে।