নিশ্চুপ নগরী, অতন্দ্র প্রহরী
খোদার ঘরের মিনার
দেয়াল জুড়ে আজ লেগে আছে দস্যুতা
কাঁদছে আল্লাহর ঘরের মিম্বার।
সমাজের যত অদেখা চোরেরা
নিয়েছে মসজিদের ভার
সামনের সারিতে লুটেরা দাঁড়িয়ে
পেছনের কাতারে পরহেজগার।
বড় বড় ইমারত তৈরি আজি
মসজিদে নকশা খচিত কাজ
খোদা ভিরুরা কোনো দায়িত্বে নেই
সমাজে তাদের রয়েছে অপবাদ।
জুমআবারে দেখি লোকে লোকে ঢাকা
দ্বিতলা, তেতলাও নেই ফাঁকা
মিষ্টি মুখের সন্ধানে অনেকে
দিচ্ছে জোরে হাক।
ইবাদত সেও ঋতুভেদে হয়
যুগের ধর্মে ফাটল
তারাবিতে তাই মুসল্লীর ঢল
হয় বন্ধ চলাচল।
লোক দেখানো ইবাদদতকারী সব
মহামারী তাই প্রকট
নামাজি বেড়েছে বাড়ে নি সততা
ঘটছে নিত্য অপরাধ উদ্ভট।