সেদিন একুশে ফেব্রুয়ারি ছিল তাই
ফুল হাতে ছুটেছি শহিদ মিনারে
কাটিয়েছি শোকের স্তব্ধতায়
এরপর নিরবতা সারা বছর জুড়ে।
দেশপ্রেম কী ফুলে আর মৌখিক শ্রদ্ধায়?
এরপর কাঙ্ক্ষিত বিজয় দিবস
ঐ একই দৃশ্যের দেখা মেলে
একটু বৈচিত্র্য যায় দেখা
লালে লালে চারিদিকে হয় আঁকা
আমরা কিন্তু সরব না সেখান থেকে
স্বাধীনতা দিবসেও লড়ছি এখান থেকে!
তারপর ১৪২৯ আসবে নির্ঘাত
আর ঝাঁপি জাল নিয়ে হাতে
দৌড়াবো রাস্তাতে রাস্তাতে
ফুল কিনে রাস্তার মোড়ে সস্তাতে
ইতিহাস ভরে রেখে কোনো বস্তাতে
চলেছি আমরা পস্তাতে
দিকে দিকে হুল্লোড়ে
আহা বর্ষবরণ, করলেও স্মরণ
লাগে শিহরণ, কত গান, কবিতা অগণন
দায়িত্ব করেছি শেষ।
অথচ পৃথিবীর মোড়ে মোড়ে অগোচরে
ক্ষুধার্ত মানুষের কান্নায়
ভেসে যায় রাতের আকাশ বন্যায়
সেদিকে বেওয়াকিফহাল, চিরকাল।
এই মানবতা ক্ষয়ের যুগে
জাতি ভুগছে কঠিন রোগে
শোনো বলে যাই, ঘরে ঘরে তাই,
গড়ে তোলা চাই, মানবতা গড়ার বিশ্ববিদ্যালয়
তবেই পেতে পারি সত্যিকারের মানুষের পরিচয়।