বৃক্ষ কেটে উজার করছি বন
ঘর বানিয়ে বসত করছি
আমাদের যখন প্রয়োজন,
ঝড়-বাদল, বন্যা এলে
বৃক্ষ ধরেই আগলে থাকি
আহা বোকার প্রহসন!
ইট বানায়ে অট্টালিকা তুলছি
অট্টালিকা যখন ভূপাতিত
বৃক্ষের তলেই গড়ি আশ্রয়ণ
আহারে বোকার প্রহসন!
বর্জ ফেলে করছি নষ্ট
নদীর স্বচ্ছ কালো জল
সুপেয় জল পেতে দেখ
ছোটে বুদ্ধিজীবীর দল।
কাঠ পুড়িয়ে পরিবেশকে
করে চলছি দূষণ,
নিঃশ্বাসে আজ সীসা নিচ্ছি
লাগছে কৃত্রিম অক্সিজেন।
দূরালাপন ক্ষতির বাহন
সেটাই আজ রাখছি কাছে
জীবনটাকে ধ্বংস করার
আর কোনো উপায় কী আছে!
মন্দ কথার ছন্দ গুণে
দ্বন্দ্ব লাগে সবখানে
নন্দ এখন গন্ধ শুকে
বেড়ায় স্বার্থের প্রয়োজনে।
ভূমি কেটে সড়ক বাঁধি
খনন করছি নাক খাল
তাই বৃষ্টি হলেই নগরীতে
লোকদের বন্দী করে জল।
বৃক্ষ কেটে বাজার গড়ছি
ডেকে আনছি বিপর্যয়
আসবে যারা পড়বে তারা
বিপদমুখে সর্বহারাবে সুনিশ্চয়।