আমি এখনো নিকৃষ্ট, তাই
ক্ষুদার্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই
স্বপ্ন নিয়ে বাঁচি
তাই শিক্ষকতায় আছি।
আমার প্রতিভা বলতে কিছুই নাই
তাই, রোজ দেড় কিলোমিটার
পায়ে হেঁটে যাই।
যখন গন্তব্য শহরের স্টেশন
পাদুকা ছেড়া আর্তনাদ,
বাড়ে নিঃশব্দ জ্বালাতন
যখন পেট বাঁচানো দায়
ফুল পাবো কোথায়!
বারো মাসে বেহিসাবে কেটে যায়
লোকে বলেছে বলেই জানলুম
ফাগুন ডেকেছে আমায়।
যে শহরে প্রেম নেই
সৃষ্টির প্রতি দরদ নেই, সেখানে
ফুল জেগে ওঠে ক্রমেই।
আমার চিন্তে সেখানেই।
আমি এখনো নিকৃষ্ট
তাই, বোবা পাথরটাকে গান শোনাই
আমি এক বর্জ তাই
সার্টিফিকেট কাঁধে বয়ে বেড়াই।
আজ সব ফুল, পাখি ছেড়ে দে
বসন্তকে ডেকে দে ঘরে ঘরে
এক মুঠো মানবতা এনে দে
আমাকে নিঃশ্বাস নিতে দে
আরাম করে।