একটি দুঃসংবাদ
এরপর অন্তরের নিরবতা
ব্যস্ত শহরে ঝিম ধরা স্তব্ধতা
পৃথিবীর আটশকোটি প্রাণ থেকে
একটি তাজা প্রাণ
ঝরে গেল রাস্তায়, খুব সস্তায়
চলে যাবো, যেতে হবে আমাকেও
রাত্রির খামে রেখে গেল
কিছু দুঃসহ স্মৃতি।
হয়তবা হতে না পারত
সৎ ও পৃথিবীর প্রয়োজনীয় কেউ
তবুও রাত-দিন স্বপ্ন চোখে ধরা
বয়স তার কতটুকুই বা
সেই ছেলোটি আজ অতীত।
জানি, তাকে ভেবে কান্নাকাটিও
বেমানান এ মুসলিম সন্তানদের
হোক তার স্থান জান্নাতে সুউচ্চ মাকামে
ভাবতে কেমন যে লাগে
যদিও এটাই নিয়তি
সে আর ফিরবে না ক্লাস রুমে।
বসবে না হাতের বামে
বলবে না কারক পাঠটা একটু জটিল
আরেকবার পড়াবেন?
নমনীয় সে কণ্ঠটা আজ
অন্ধকার কুঠুরিতে একা
এভাবে আর পারি না হতে সহনশীল
ভেঙে যায় যায় ভেঙে ভেতরের খিল।
(আমার ছাত্র ইউসুফের প্রতি, পরিক্ষার্থী--SSC=> ২০২১ )