খুব ভোরে দিন না হতেই
রুদ্ধশ্বাসে ছুটি,
যেমনে হোক জুটান চাই
ক্ষুধার দু'খান রুটি!


মাথার উপর ভারী আকাশ
খুঁটি দু'খান পা,
কত টিপে পথ যে চলি
জানে না কেউ তা!


মুক্ত হয়ে উড়বে বলে
মেঘের যত বাহানা,
সাধ সব মিটাতে মোর
তিন দিন যে খাওয়া না!


ক্লান্তি শেষে ঘরে এসে
ধরেছি প্রিয়সীর হাত,
এটা হয়নি সেটা করিনি
মাথায় বজ্রপাত!


একটি রুটি বেলতে গিয়ে
ফাটছে বুকের ছাতি,
এহেন কষ্ট বুঝবে মোর
অভাগা পুরুষ জাতি!



১৪ নভেম্বর ২০১৫
জ্যোৎস্না প্লাবন, যশোর।