কোন খানে ভাই তোমার বাড়ি
কোন শহর-গাঁয়ে?
কোন খানে তুমি বিরাম নাও
কোন সে বটের ছায়ে?


কোন সে পথে চল রে ভাই
কেমন তোমার যান?
এতো চিৎকার, ডাকা-ডাকিতেও
ফাটে না তোমার কান?


তুমি সখা এতো যে আপন
বসত নিজ মনে,
সততার সাথে সৎ কর্মে
বুঝেছি ক্ষণে ক্ষণে!


১৯ ফেব্রুয়ারী ২০১৬
জ্যোৎস্না প্লাবন, যশোর।