একদিন তোর জ্ঞান হবে
চোখ দু'টো সজাগ হবে,
গভীর রাতে জ্ঞানের আলোয়,
ভাঙবে তোর ঘুম,
হাত বাড়িয়ে পাবি কি আমায়
আমি তো কবেই গুম!


একদিন তোর দুখ হবে
নয়ন নুনতা সমুদ্র হবে
আধ-বেলায় ঘর ছাড়ার
হবে অলক্ষ্মনে ইচ্ছা,
আমিও তেমন অবোধ হয়ে
তোর পিছেই উড়াল দেবো
সে সব গল্প-কিচ্ছা!


একদিন তোর আবেগ হবে
সে আবেগের রং হবে,
সে রঙেতে রাঙাতে চাবি
পরপুরুষের ভূলোক,
পরপুরুষটা হওয়ার আগে
যদি তোর জ্ঞান ফেরে
ভালোবেসে হৃদয়ে দিস
এক চিমটে পুলক!