সকল জাতির শ্রেষ্ঠ জাতি
আমরা বাঙালি,
বিশ্বের বুকে মাথা তুলে বাঁচার জন্য
শতশত প্রাণ দিয়েছি জলানঞ্জলি।
.
আমরা বাঁচার জন্য রক্ত দিয়েছি
আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি,
আমরা অধিকারের জন্য রক্ত দিয়েছি
আমরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি।
.
আমরা ভীতু কাপুরুষের জাতি নই
আমরা বীরের জাতি,
বিশ্বজুড়ে শান্তিবাহিনীতে
আমরা পেয়েছি শত খ্যাতি।
.
আমরা পহেলা বৈশাখ নবান্ন হালখাতা
শত আনন্দের সাথে উদ্যাপন করি,
পান্তাইলিশ পিঠাপুলি পায়েস রাঁধি
অন্তর থেকে আত্মীয়তা করি।
.
আমরা মজিব-নেতাজি-অমর্ত্য সেন
তিতুমীর-সূর্যসেন-ক্ষুদিরামের জাতি,
বাউল-রবিঠাকুর- নজরুল-লালন:
বিদ্যাসাগর- রামমোহনের সৃষ্টিতে মাতি।
.
দুপচাঁচিয়া,বগুড়া।