(০১)
প্রহরী কাকতাড়ুয়া


দাঁড়িয়ে থাকে ক্ষেতের ধারে
কাকতাড়ুয়া প্রহরী,
লিকলিকে তার শরীরখানি
খুঁটির মাথায় হাঁড়ি।


দু'হাত তার হাওয়ায় নড়ে
দাঁতগুলো তার বড়,
কৃষকেরা তৈরি করেছে
দিয়ে রঙ গাড়।


ডোরাকাটা জামা তার
যেন মিটমিটেয়ে চায়,
পাখ পাখালি ভয়ে ভয়ে
দূরে চলে যায়।


দৈনিক যুগের আলো ২৮ এপ্রিল ২০২১ ইং
দৈনিক সময়ের সমীকরণ ০১ মে ২০২১ ইং
দৈনিক মেহেরপুর প্রতিদিন ০১ মে ২০২১ ইং


(০২)
কালবৈশাখী


নীল আকাশে মেঘ জমেছে
দমকা হাওয়া বয়,
চিকমিকিয়ে বিজুলি নাচে
মনের ভিতর ভয়।


দূর গগনে দেয়া ডাকে
বুক দুরুদুরু করে,
পাখিগুলোও প্রাণের ভয়ে
নিজ বাসাতে ফিরে।


উড়িয়ে ধুলো শুকনো পাতা
ভাঙ্গে গাছের ডাল,
একপলকে উড়িয়ে যায়
কুঁড়ে ঘরের চাল।


দৈনিক আমার সংবাদ, ০৭ এপ্রিল ২০২১ ইং
দৈনিক প্রথম আলো(বন্ধুসভা)৭ এপ্রিল ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০৯ এপ্রিল ২০২১ ইং
দৈনিক হাওয়া,১০ এপ্রিল ২০২১ ইং
দৈনিক ঊষার বাণী ১৮ এপ্রিল ২০২১ ইং
দৈনিক বাংলাদেশের খবর ২০ এপ্রিল ২০২১ ইং
দৈনিক পশ্চিমাঞ্চল ২৪ এপ্রিল ২০২১ ইং


(০৩)
ভোর হয়েছে


কুসুম বাগে সবার আগে
সূর্য মামা জেগেছে,
ভোর হয়েছে ভোর হয়েছে
পাখিরা সব ডাকছে।


রৌদ্র নাচে পাতায় পাতায়
অরণ্য আর বনে,
খোকন সোনা ভোর হয়েছে
ফুল ফুটেছে বনে।


হরেক ফুলের রঙ মেখেছে
প্রজাপতির দল,
ঢল নেমেছে ঢল নেমেছে
চতুর্দিকে মানুষের কোলাহল।


বাইরে দেখো আলোর মিছিল
আর থেকো না ঘুমে,
সকাল বেলা অনুশীলন
সবচেয়ে ভালো জমে।


দৈনিক যুগের আলো,০৭ এপ্রিল ২০২১ ইং


(০৪)
বৈশাখ এসেছে


আমার বাউল মন গান গেয়ে যায়
একতারা সুর হাতে,
আঁধার কেটে আসবে সুদিন
নতুন প্রভাতে।


তোরা সব শাঁক শঙ্খ বাজা
উলুর জোগাড় দে,
নতুন রঙে রাঙিয়ে আজ
বৈশাখ এসেছে।


দৈনিক রূপসী বাংলা,১০ এপ্রিল ২০২১ ইং
দৈনিক যুগের আলো ১২ এপ্রিল ২০২১ ইং
দৈনিক আলোকিত সকাল ১৪ এপ্রিল ২০২১ ইং
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র)১৫ এপ্রিল ২০২১ ইং
দৈনিক রূপসী বাংলা,১৭ এপ্রিল ২০২১ ইং
দৈনিক মুণ্সীগঞ্জের খবর ১৭ এপ্রিল ২০২১ ইং


(০৫)
এলে বৈশাখ


রঙে ঢঙে সাজে খুকু
এলে বৈশাখ,
বুলবুলিরা গান গায়
বাজে ঢোল বাজে শাঁক।


আলতা ফিতা চুরি পড়ে
খুকু রঙিন শাড়ি
উৎসবতে ভরে উঠে
সবার যেন বাড়ি।


বানরেরা নাচে বনে
গাছের ডালে ডালে,
দোয়েল টিয়া ময়না শ্যামা
উড়ে পাখনা মেলে।


মৌমাছিরা রঙ মেখে
পড়ে ফুলে ফুলে,
প্রজাপতি নিত্য করে
নাচে আর দোলে।


দৈনিক ভোরের দর্পণ ১৩ এপ্রিল ২০২১ ইং


(০৬)
শ্রমিক মালিক


গাধার পিঠে এলো শ্রমিক
পাইনি শ্রমের মূল্য,
মালিক বললো কাজটা কেন
হয়নি আগের সমতুল্য?


নুন দিয়েছি চুন দিয়েছি
কী দেননি বলো,
মনে তোমার রং নেই
তাই করেছো কালো।


সাদা মনে কাদা আমার
নেইকো কোথাও বাবু,
কাজটা আমি করি নাই
করেছে আমার রাবু।


নিত্যদিন দেখি এমন
হাজার হাজার ঘটনা,
কে যে দুষী বুঝি নাকো
শ্রমিক মালিকের রটনা।


দৈনিক মানভূম সংবাদ ১৪ এপ্রিল ২০২১ইং
দৈনিক সময়ের সমীকরণ ০১ মে ২০২১ ইং
সাপ্তাহিক চলমান বার্তা ০২ মে ২০২১ ইং
সাপ্তাহিক বজ্রকথা ০২ মে ২০২১ ইং
দৈনিক ফেনীর সময় ০৩ মে ২০২১ ইং


(০৭)
গ্রীষ্মের দুপুরে


গ্রীষ্মের পিঠ পোড়া দুপুরে
লাফ দেয় খোকা পুকুরে,
মাছ গুলো হাপু খায়
ঘোলা জলে ধীরে ধীরে।


কৃষাণের সব বধূরা
কাপড় কাচে তীরে তীরে,
খাঁ খাঁ মাঠ-ঘাট
আধা জল পুকুরে।


ছেলে-মেয়ে হরি খেলে
ছুটে ছুটে পুকুরে,
মা ডাকে খেপে গিয়ে
গ্রীষ্মের দুপুরে।


দৈনিক হাওয়া ১৭ এপ্রিল  ২০২১ ইং
দৈনিক যুগের আলো ১৮ এপ্রিল ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ ১৮ এপ্রিল ২০২১ ইং
সাপ্তাহিক চলমান বার্তা ১৮ এপ্রিল ২০২১ ইং
দৈনিক ফুলকি ১৯ এপ্রিল ২০২১ ইং
দৈনিক পশ্চিমাঞ্চল ০১ মে ২০২১ ইং


(০৮)
হোলা ব্যাঙ
-বিচিত্র কুমার


টাপুরটুপুর বৃষ্টি পড়ে
নৃত্য করে ব্যাঙ,
একটু খানি কাদাজলে
ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।


বৃষ্টি এলে কত্ত মজা
করে হোলা ব্যাঙ,
লাফ দিয়ে পাড়ে ওঠে
তাদের লম্বা দুটি ঠ্যাং।


দৈনিক বাংলাদেশের খবর ২৭ এপ্রিল ২০২১ ইং
পাক্ষিক আমাদের গল্পকথা ০১ মে ২০২১ ইং


(০৯)
সিন্ডিকেটের ভূত


সিন্ডিকেটের ভূত
চতুর ওরা খুব,
কায়দা করে ফায়টা লোটে
ঘরে থাকে চুপ।


কৃষক শত পরিশ্রমে
পাইনা ফসলের মূল্য,
কিন্তু তারা মজুদ করে
তোলে বাজারে মূল্য।


এর পিছনে আছে যারা
দেশের শত্রু তারা,
লক্ষ লক্ষ টাকা কামাই
সিন্ডিকেটের ভূত ওরা।


দৈনিক চাঁপাই দর্পণ ১১ এপ্রিল ২০২১ ইং


(১০)
দুষ্টু মশা ও খোকন


দুষ্টু পাজী মশা গুলো
কত্ত দল বেঁধেছে,
ভোঁভোঁ করে কু-সুরে
নাচন ধরেছে।


ঝোপ ঝাড়ে থাকে ওরা
লুকিয়ে দলে দলে,
নাচতে নাচতে আসে
মানব কূলে।


কে দেখেছে মাগো
খোকন সোনা দেখেছে,
কয়েল লাগিয়ে দিয়েছে
মশা গুলো পালিয়েছে।


দৈনিক চাঁপাই দর্পণ,২৮ মার্চ ২০২১ ইং
দৈনিক যুগের আলো,৫ এপ্রিল ২০২১ ইং
দৈনিক ভোরের দর্পণ, ৬ এপ্রিল ২০২১ ইং
দৈনিক কাজিরবাজার, ১০ এপ্রিল ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত)২২ এপ্রিল ২০২১ ইং