(০১)
শরৎ


ভাদ্র আর আশ্বিনের
হাত ধরে আসে শরৎ,
সাদা মেঘের লুকোচুরি
প্রকৃতির কি দরদ।


শিউলি ঝরা সকালবেলা
আহা রোদের ঝিকিমিকি!
সাদা সাদা প্রজাপ্রতি
ফুলে হাসে ফিকিফিকি।


মাঠে মাঠে সবুজ ধানে
খুশিতে হাওয়া নেচে ওঠে,
নদীর ধারে কাশ ফুল
শাপলা-শালুক কত্ত ফোটে।


মেঘ উড়ে যায় শূন্যে
লম্বা সাদা বকের সারি,
আধো-আলো খেলা করে
ফিরে যায় নিজ বাড়ি।


দৈনিক দাবানল 26 আগস্ট 2022
দৈনিক ভোরের আকাশ 27 আগস্ট 2022
পদ্মাপ্রভাহ 28 আগস্ট 2022
সাপ্তাহিক এই যুগ 27 আগস্ট 2022


(০২)
শরতকে ডাকে


সাদা মেঘ হাত নেড়ে
শরতকে ডাকে,
তুলতুলে মেঘগুলো
এসে ঝাঁকে ঝাঁকে।


ক্ষেতে ক্ষেতে শিশিরের
ডকমগে দানা,
নেচে নেচে উড়ে আসে
পাখিদের ছানা।


দলে দলে ছেলে মেয়ে
শাপলা শালুক তোলে,
হাঁটুজল ছলছল
শুধু যায় খেলে।


ছোট পাখি দোল খায়
কাশ ফুলে ফুলে,
সাদা বক পথ হারায়
সবকিছু ভুলে।


দৈনিক আলোকিত সকাল 28 আগস্ট 2022
দৈনিক ভোরের আকাশ 27 আগস্ট 2022
দৈনিক ভোরের দর্পণ 06 সেপ্টেম্বর 2022
সাপ্তাহিক স্লোগান 12 সেপ্টেম্বর 2022