আয় রে খোকা আয় রে খুকি
মানুষ হবে ভাই,
বই-কলম হাতে নিয়ে
এসো পাঠশালাতে যাই।
.


পুকুর পাড়ে ফুলের বাগান
উঠান তীরে পাঠশালা,
ঐ খানেতেই পাঠ দান
জন্মভূমির গান।


.
দেশ-বিদেশের কত পড়া
আশার প্রদীপ ভাই,
শূন্য জীবন মধুর হবে
যদি জ্ঞানের দেখা পাই।
.
কবিতাটি আমাদের দেশ কাব্যগ্রন্থে প্রকাশিত।অমর একুশে বইমেলা-২০১৫।এছাড়াও দৈনিক করতোয়াতে প্রকাশিত ১২ এপ্রিল ২০১৪।