ঐ দেখা যায় মোদের গাঁ
মেঠো পথের ধারে,
বিলের তীরে নৌকা বাঁধা
কৃষক সারে-সারে।
.


পাড় হয়ে আসি গাঁয়ের পথে
নৌকা ভেসে-ভেসে,
ধানের বোঝা মাথায় নিয়ে
কৃষক ফিরে দেশে।
.


দুই ধারে দুই বাঁশের খুঁটি
খেজুর গাছের পিড়ে,
কৃষকেরা ধান পিটে
উঠানের তীরে।
.


শূন্য গোলা ধানে ভরে
কৃষকের মুখে হাসি,
এই নিয়ে মধুর খুশি
সারা দেশবাসী।
.
কবিতাটি আমাদের দেশ ও যৌথ কাব্যগ্রন্থ এক মুঠো আলোতে প্রকাশিত।অমর একুশে বইমেলা-২০১৫।