বাংলা মোদের মাতৃভাষা
বাংলা মোদের গান,
শূন্য হৃদয় মুগ্ধ প্রাণে
ভরে উঠে দেহ প্রাণ।
.
বাউল গায় মধুর সুরে
বাংলা ভাষার গান,
মাঠে-ঘাটে কৃষক গায়
বাংলাদেশের গান।
.
এসব ভুলে অবোধ আমি
গাই বিদেশের গান,
সুখ নেই শান্তি নেই
শূন্য দেহে প্রাণ।
.
তাইতো আজ সব ভুলে
গাই বাংলার জয়গান,
মধুর সুরে গান ধরি
বাংলা আমার প্রাণ।
.
কবিতাটি আমাদের দেশ কাব্যগ্রন্থে প্রকাশিত।অমর একুশে বইমেলা-২০১৫।এছাড়াও দৈনিক করতোয়াতে প্রকাশিত ৫ অক্টোবর ২০১৩।