শ্যামা আর যেয়ো নাকো দূরে
ঐ নীল আকাশের মেঘের তীরে,
ফিরে এসো তুমি কূলে
আমারই সোনালী চাঁদের দেশে।


ফিরে এসো শ্যামা এ প্রকৃতির বুকে
আমারই সোনালী বাংলার তীরে,
আমারই হৃদয় গভীর জুরে
এই বাংলার নব তীরে নতুন বেশে।


তুমি আজ দূরে কত দূরে
অন্ধকার মেঘের মায়ার তীরে,
মেঘের আড়ালে আকাশের নীড়ে
চুপিচুপি মেঘের স্মৃতি এঁকে।


তাই আমি আজ একাকী নিরবে
তোমারই পথো চেয়ে বসে বসে,
আমারই সোনালী বাংলার মায়ার কূলে
ফিরে এসো শ্যামা আমারই নীড়ে।