সে দিন দেখা সন্ধ্যাতে
তোমাতে আমাতে,
যেতে ছিলাম ট্রেনেতে
মহা আকর্ষণে।


সে দিন তুমি যে ছিলে
আমারই পাশে,
রেখে ছিলে চোখে-চোখ
হস্তকে-হস্তক।


সেই স্মৃতি মনে পড়ে
দিবস-রজনী,
ভূলো না যেনো সে স্মৃতি
রাখিও হৃদয়ে।


যেতে যেতে ট্রেনে ঝড়
উঠেছিল দিলে,
দেখে ছিলাম তোমারই
মায়া ভরা হাসি।


এখন আমার আর
অবসর নেই,
বহিবো একাকী আমি
বিরোহের ভার।


বাধিনু দিলে তোমারই
প্রতিমূতি-দীপ্তি,
ভূলো না যেনো সে স্মৃতি
রাখিও হৃদয়ে।