ঐ দেখ সূর্য উঠেছে জেগে
নীল আকাশের মেঘের তীরে,
দিনের আলোক এসেছে ঘরে
পাখিদের ডাকে ডাকে।


মানব জগত্‍ উঠেছে জেগে
প্রকৃতির অপরুপ সকালের বেশে,
ফুটেছে ফুল বনে বনে
সবাই ছোটে ফুলের বনে।


শত আশা শত স্বপ্ন নিয়ে
এ পৃথিবীর বুক ভরে,
তখনো যে আমি উঠিনি জেগে
অলস ঘুমের বেশে বেশে।


সবাই জীবনে পেলো আলো
ফুলের ঘ্রাণে মধু প্রাণে,
তবু যে আমি ঘুমে ঘুমে
সকাল তোমাকে দেখতে পেলাম না
দু-নয়ন ভরে,এ পৃথিবীর তীরে?