স্বপ্নে দেখা রানী তুমি
কত দূরের পাখি,
কোথায় আছো কেমন আছো
জানি না গো আমি।


এ দেশেতে আমি একা
অন্য দেশে তুমি,
মাঝখানে করতোয়া নদী
দুঃখের কথা বলাবলি।


কেউ জানে না পাখি তুমি
আমার সুরের রাঁশি,
কল্পনাতে স্বপ্ন দেখি
বৃষ্টি ঝড়া রাত্রি।


বাজবে বাঁশি মধুর সুরে
শুনরে তুমি গান,
সেদিন প্রিয়া পড়বে মনে
আমার প্রিয় নাম।


তুমি যে পাখি ছিলে রানী
আমার প্রাণের প্রিয়া,
স্বপ্ন তুমি স্মৃতি তুমি
আমার গোপন প্রিয়া।