স্বপ্ন-স্মৃতির মাঝে হারিয়ে যাব আমি
রুপকথার দেশে,
পাখির ডানা মেলিয়ে দিব
আকাশ কুসুম ভেবে ভেবে।


সোনালী বাংলার সবুজ তীরে
সবুজ-শ্যামল স্মৃতি এঁকে,
পথ ভোলা মন হারিয়ে যাবে
অজানা কোন দেশে।


সূর্য যখন উঠবে জেগে
আমি ছুটব মেঘে মেঘে,
সাগর-নদী পাড়ি দিয়ে
অদেখা কোন দেশে।


কত দেশ পাড়ি দিব
গভীর ঘুমের বেশে,
আকাশ কুসুম ভেবে ভেবে
রুপকথার দেশে।