কোন দিবস আসিও বন্ধু
আমার বাড়ি,
কদম তলির দেশে
একটু হাসি মুখে।


আদর করে রাখব তোমায়
হৃদয় গভীর মাঝে,
বসতে দিব শীতল পাটি
কদম গাছের নিচে।


দেখব তোমায় নয়ন ভরে
চাঁদের আলো জ্বলে,
রাখব নয়ন তোমার চোখে
একটু হাসি মুখে।


দেখবে আকাশ দেখবে বাতাস
প্রকৃতির বেশে,
তোমার আমার মিলন হবে
আম-কাঁঠালের দেশে।


এত মধুর জীবন হতো
স্বপ্ন যদি সত্ত্যি হতো,
তবে আসিও বন্ধু আমার রাড়ি
কদম তলির দেশে।