সোনালী বাংলার নীল আকাশে
বিদেশি পতাকার মেলা,
দু-চোখে ঐ দেখ ভাই
নেই সেখানে বাংলাদেশের পতাকা।


ঐ দেখ উড়ছে আমার বুকে
বাঙ্গালীর প্রাণে মুক্ত আকাশে,
কত রং ঢ়ঙ্গের শত পতাকা
মোদের প্রিয় স্বাধীন দেশে।


কেউ কেউ আবার মহা আনন্দে
বড় বিদেশি পতাকা উড়িয়ে,
তবু সুখ নেই মনে শুধু অশান্তি
সমগ্র দেশের প্রাণে।


আজ যেন মোরা ভূলে গেছি
স্বাধীনতার কথা,
ত্রিশ লক্ষ প্রাণের কান্না
বীর শহীদের স্বপ্নের কথা।