বৈশাখ শেষে জ্যৈষ্ট আসে
মুক্ত মাঠ শস্যে ভরে,
পাকা ধান বাতাসে দোলে
আনন্দে কৃষক কুঁড়ে ঘরে।


পাকা ধানের মধুর গন্ধে
দু-নয়ন ভরে ধানের ছন্দে,
মুগ্ধ প্রাণে সুর বাজে
কৃষকেরা ধান কাটে।


ধান কাটার মৌসুম চলে
শূন্য গোলা ধানে ভরে,
কৃষকদের শত পরিশ্রম শেষে
দুঃখের দেশে সুখ আসে।