আকাশ জুড়ে কালো মেঘ
বর্ষা এলো দেশে,
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
নব নব বেশে।


ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর
মিষ্টি মধুর সুরে,
দেয়া ডাকে গুর গুর গুর
নীল আকাশের তীরে।


কদম ফুলের মনে পড়ে
বৃষ্টি ভেজা গানে,
দোয়েল টিয়া ময়না শ্যামা
নাচে বর্ষা ফুলের ঘ্রাণে।


তাই দেখিয়ে বিজুলি মেয়ে
নাচে মেঘের দেশে,
বর্ষা এলো বর্ষা এলো
গ্রাম বাংলার প্রাণে।