আমাদের ছোট গ্রাম
মধু মায়া ভরা,
চারদিকে গাছ পালা
ফুলে-ফলে ভরা।


গ্রামখানি আলো-ছায়া
স্মৃতি ছবি আঁকা,
খোকা খুকি করে খেলা
আম-জাম তলা।


ছোট গ্রামে ছোট আশা
ছোট ছোট বাসা,
চারেদিকে আছে কত
শালিকের বাসা।


দিলে আঁকে কত ছবি
আমি এলে গ্রামে,
কত আশা কত স্বপ্ন
আঁখিতে যে ভাসে।


আমাদের গ্রাম হবে
মধু মায়া মাখা,
চিত্তপটে কত আশা
গ্রাম হবে বসুন্ধরা।