সেই দিন সারাক্ষন টিপ টিপ বৃষ্টি;


খাল-বিল নদী-নালা জলে ভরে ওঠে।


নদীর তীরে শাপলা সারি-সারি ফোটে,


বর্ষায় শাপলা ফুল জলে হেসে দোলে।


কুমারী রমণী ফুল তোলে দুলে-দুলে;


ব্যাকুল ব্যাকুল মন ঢেউ ঢেউ ছোঁয়া!


রুপসী রামার চোখে শত স্মৃতি আঁকা,


উদাস উদাস মন!আমি দেখি স্বপ্নে।


তরী বযে তীরে আসি উতলা হৃদয়ে;


এসে দেখি কেউ নেই বর্ষার দিবসে,


আছে শুধু টিপ টিপ বর্ষা স্মৃতি আঁকা।


যেনো উতলা রমণী ফুলে-ফুলে দোলে,


সারা ক্ষন সেই স্মৃতি হৃদয়তে ভাসে!


কিছু পরে---গৃহে ফিরে একা একা লাগে।