আশা আমার আশা
হয়তো পাব তোমার দেখা,
এ অপরুপ সুন্দর প্রকৃতির কূলে
না হয় সোনালী বাংলার তীরে।


জানি তুমি আসবে ফিরে কোন এক দিন
মোদের গাঁয়ের পথটি ধরে,
অতীত স্মৃতি প্রাণে নিয়ে একটু হাসি মুখে
আম-কাঁঠালের দেশে।


দেখব তোমায় দু-নয়ন ভরে
অতি আপন ভেবে,
দুষ্ট চাওয়াই হারিয়ে যাব
দখিনা হাওয়ার বেশে।


শূন্য প্রাণে ফুলের ঘ্রাণে
একটু তোমার ছোয়া,
হৃদয় মাঝে সুরের খেলা
মিষ্টি মধুর মায়া।


তোমার খোঁজে এলাম দেশে
গোপন ফুলের বার্তা পেয়ে,
আশা আমার আশা
হয়তো পাব তোমার দেখা।