ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে
ঐ নীল সবুজের গাঁয়,
কখনো আলো কখনো আঁধার
মেঘ রৌদ্রের নীলাই।


আষাঢ়ও শ্রাবণ নব মন
উতলা হেলেঞ্চা কলমিলতা,
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর
জলে ভরে পুকুর-ডোবা।


ঐ সম বৃষ্টির অপেক্ষায় মাটি
তখনই তৃপ্তি এনে দেয় প্রাণে,
বর্ষার ঝর ঝর বানে
এক চিরযৌবনের রাজ্যে।


পরিপূর্ণ হয় বর্ষায় এ বসুন্ধরা
ফুল ফুটে নব সখে,
এই বাংলার মাঠ-প্রান্তর জুড়ে
নব বর্ষার স্পর্শে।
$$বর্ষার আয়োজন$$