বয়ঃসন্ধিকাল নতুন-তরুণ রুপে;
তরুণ হৃদয় জুড়ে তনু চিত্তপটে,
এ বয়সে আসে পরির্বতনের ঝোঁক
হৃদয় গভীরে উঠে ঢেউ উঠে ঝড়।


এ বয়স নব নতুনের দূরন্ত স্বপ্ন;
এ বয়স ছুটে চলে ঝড়-ঝঞ্ঝা বেগে,
এ বয়স যেন আঁধার রাতের আলো
এ বয়স চির অক্ষয় জীবন্ত দীপ্তি।


বয়ঃসন্ধিকাল সিদ্ধান্ত নেবার সম;
এ বয়স ঞ্জান সাফল্যের চিরসত্তা,
বয়ঃসন্তিকাল আশার পথের আলো
এ বয়স নব নতুনের স্বপ্ন।


বয়ঃসন্ধিকাল বসন্তের সিন্ধু গড়া;
বয়ঃসন্ধিকাল বাঁধা মানিবে না কিছু,
এ বয়স কষ্টের নিষ্টুর প্রতিমূর্তি
নিবিড় স্বপ্নের মাঝে নিষ্টুর গ্লানি।