আয় রে খোকা আয় রে খুকি
নতুন জামা পরি,
নতুন জামা গায়ে দিয়ে
দাদুর বাড়ি চলি॥


দূর বিদেশে দাদুর বাড়ি
ঘোড়াই চড়ে যাব,
কী আনন্দ কি আনন্দ
দাদুকে পাশে পাব॥


ঐ দেখা যায় ছোট্ট গাঁ
ঠিক  শুনেছি রে,
ঐ গাঁয়েতেই থাকে মোর
দাদু ভাই রে॥


দাদুর বাড়ি মধুর হাড়ি
দিদা ভাইয়ের আড়ি,
করব মোরা কাড়াকাড়ি
খাব বুঝি ঝালমুড়ি॥


ছুটব এবার দাদুর পিছে
আম-কাঁঠালের গাছে,
উথুলি বাজারে যাব মোরা
দই-মিষ্টি খেতে॥


দাদুর দেহ একটি ভাড়ি
করব মোরা ঘোড়া,
কী যে মজা কি যে মজা
এভাবেই কাটে বেলা॥