আয় রে সবাই আয়
যাবি মোদের গাঁ,
সবুজে ঘেরা ধানের শোভা
আম-কাঁঠালের গাঁয়॥


মোদের গাঁ স্বর্গ পাড়া
ছোট্ট সোনার দেশে,
সে কী মধু সে কি মায়া
মা জননীর স্নেহে॥


সেই গাঁ'টি সোনালী বাংলা
বিশ্বভূমির প্রাণে,
আঁখি জুড়াই প্রাণ ভরাই
মোর বাংলা মাকে দেখে॥