!!! এই ছড়াটি আসরের কবি জয় সুন্দর মিত্র কে উত্‍সর্গ করলাম!!!


দাদু দাদু টাক দাদু
দাদুর নেই দিদা,
দুষ্ট কথা বলে দাদু
মিটাই পেটের ক্ষুধা॥


চোখেতে তার সরিষা ফুল
গোলাপ ভালো লাগে,
বুড়ো বয়সে ঢ়ং ধরেছে
সে এমনিই কথা বলে॥


দাদু আমার ছদ্ম নামে
সবাইকে ভাবে পদ্য,
কী নাম যে আসল দাদুর
কেউ জানে না তার গদ্য॥


শুধু তাকে জানে সবাই
দুষ্ট দাদু বলে,
ধুথির কুঁচি খোলে দাদু
অসভ্য কথা বলে॥