বেকার ছেলে বেকার ছেলে
ওঘরে বসে থাকি,
ঐ দেখে দায় সবাই মোরে
মুখটি ঢেকে রাখি।


সবার নাম মানুষ মুখে
ছড়িয়ে গেছে দেশ বিদেশে,
বেকার আমি দেশের বোঁঝা
পেটে শুধু ক্ষুধে।


সুখ-শান্তি নেইকো ঘরে
সব সম্মান গেছে হারিয়ে,
বন্ধু-বান্ধব আপন জন
কেউ নেইকো পাশে।


একলা আমি পথের দ্বারে
ঘুরে বেড়াই ভাই,
বেকার আমি বেকার আমি
কি করে আজ খাই।