মা জননী প্রিয় মাতৃভূমি
তোকে ভূলে থাকি,
ওরে ভিটে ওরে মাটি
তোকে ভূলে থাকি॥


বিদেশে এসে হয়েছি ঞ্জানী
বিদেশেরই পুজা করি,
জীবন খেলার চলার পথে
বিদেশেরই গর্ব করি॥


সব কিছুতেই পূর্ণ আমি
তবু শান্তি নেই প্রাণে,
স্বপ্নে দেখি মাগো আমায়ই
দু-হাত তুলে ডাকে॥


জানিনা আমি অসীম তুমি
সব খানেতেই থাকো,
জগত্‍ জুরে দেশ তোমার
আমি চিনি নাকো॥


অবোধ আমি বুঝিনি জীবন
ক্ষমা করো আমায়ই,
মরণ কালে ঠাঁই দাও গো মা
তোমার দেশে আমায়ই॥