ঐ ঘন কুয়াশায় রবি মামা
গভীর ঘুমে লেপে শুয়ে,
শীত এসেছে মানব গৃহে
মামা তুমি উঠো জেগে॥


চোখ খোল তুমি মিটিমিটি
উঠবে কখন জেগে,
রোদ নেই তাপ নেই বিশ্বে
শিশু বৃদ্ধ কাঁদে॥


মামা তুমি অলস কেন
এই কঠিন শীতের দেশে,
মেঘ ভেঙ্গে উঠো জেগে
রোদের প্রদীপ জ্বলে॥