আমাদের ছোট্ট গাঁ
ছোট্ট ছোট্ট বাড়ি,
এক সাথে থাকি মোরা
এক সাথে চলি॥


আমাদের ছোট্ট গাঁ স্বর্গপাড়া
সবাই মোরা আপন জন,
পাড়ার সকল ছেলে-মেয়ে
মোরা ভাই-বোন॥


সেই গাঁয়ে ছোট্ট আশা
স্মৃতি ছবি আঁকা,
ধন-সম্পদে পূর্ণ গাঁ
স্নেহ-মায়া মাখা॥


মাঝে মাঝে ছোট্ট পুকুর
পাড়ে শীতল ছায়া,
চার পাশে গাছ পালা
ফুল ফলে ভরা॥


আম গাছে দোয়েল পাখি
সকাল-বিকাল দেখি,
মা জননী'র মুখর হাসি
আমি ভালোবাসি॥


এত মধুর সোনার গাঁ
কোথাও নেইকো ভাই,
আমাদের ছোট্ট গাঁ
তোমরা দেখে যাও॥