মন ছুটে যায় মন ছুটে যায়
ঐ সবুজ-শ্যামল গাঁ,
ভাদ্র মাসে তাল পেকেছে
আত্মীয়-স্বজনে ভরেছে গাঁ॥


মাঠ ভরেছে আমন ধানে
ফুলের সুবাস প্রাণে,
মুগ্ধ হাওয়ায় খুশির রথ
দুর্গামা আসবে স্হানে॥


পথ-প্রান্তর অপূর্ব সাজে
গ্রামে চলছে কাজ,
বর্ষণ-ধৌত মেঘমুক্ত আকাশ
গ্রামে চলছে কাজ॥


শুভ আগমনে নব বাংলা
রুপে-মাধুরীতে পূর্ণ গাঁ,
মন ছুটে যায় মন ছুটে যায়
ছোট্ট আমাদের গাঁ॥