এঁকে বেঁকে পথ চলে
নদী করতোয়া,
আষাঢ়-শ্রাবণ এলে
জলে ভরে পাড়া।


ঢেউ গুলো ছুটে চলে
এ দিকে সে দিকে,
ঐ পাড়েতে ছোট গ্রাম
ভয় লাগে যেতে।


দুই ধারে ছোট তরী
ছোট ছোট বাড়ি,
ছেলে-মেয়ে কূলে বসে
ফিরে যাবে বাড়ি।


দেখা যায় স্রোত ধারা
চিকিমিকি করে,
আসে পাশে কেউ নেই
সন্ধ্যা বাসরে।


ঐ পাড়েতে ছোট গ্রাম
তরু লতা ছায়া,
সুখে-দুখে থাকি মোরা
পাশে করতোয়া।