তোমার সুখে হাসব প্রিয়া
কাঁদব তোমার বুকে,
নিজের জীবন বিলিয়ে দিব
তোমার প্রেমে পড়ে।


আমার বাড়ি এই বাংলায়ই
তোমার বাড়ি হবে,
তোমার রূপেই জোছনা আলো
জ্বলবে নিশির রাতে।


চাঁদ-তারার মিলন হবে
ফুল সয্যার রাতে,
দেখবে আকাশ দেখবে বাতাস
হাত'টি হাতে রেখে।


বাজবে বাঁশি মধুর সুরে
শুনবে তুমি গান,
তোমার আমার মধ্যে প্রিয়া
থাকবে না ব্যবধান।