তরুণ প্রাণে ঝড় উঠেছে
মন ছুটে যাই রে,
নদীর বাঁকে ফুল ফুটেছে
চল ছুটে যাই রে!


আঁকা বাঁকা মেঠো পথে
তরুণ-তরুণীর মেলা,
ফুল বাগনে প্রজাপতি জোড়া
লুকোচূরি খেলা।


এলাম ছুটে নদীর কাছে
আর কত দূর ভাই,
কাল যে আমার পুতুল বিয়ে
নতুন মেয়ে চাই।